আপনি কি টোকিও অলিম্পিক ২০২০ ভারতের মোট ৭ টি পদক পাওয়াতে রোমাঞ্চিত?

১৩০কোটি লোকের ভারতের অলিম্পিকে ৭ টি পদক পাওয়া তে আপনি কি রোমাঞ্চিত? 






পি ভি সিন্ধু পুরো নাম পুসারলা ভেঙ্কট সিন্ধু ২০২০ টোকিও অলিম্পিকে একক ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক জয় করেন। সিন্ধুর জন্ম ১৯৯৫ সালের ৫ই জুলাই হায়দরাবাদে। সিন্ধুই ভারতের একমাত্র মহিলা খেলোয়াড় যিনি পরপর দুটি অলিম্পিকে পদক জয় করেন। সিন্ধু ২০১৩ সালে প্রথম ভারতীয় একক মহিলা খেলোয়াড় যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতেন।

সিন্ধুর পিতা পেশাদার ভলিবল খেলোয়াড় ছিলেন, পি ভি সিন্ধু ২০০১ সালে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পুল্লেলা গোপীচাঁদের সাফল্যে অনুপ্রাণিত  হয়ে ভলিবলের পরিবর্তে ব্যাডমিন্টন বেছে নেন। পরে গোপীচাঁদের ব্যাডমিন্টন একাডেমীতে প্রশিক্ষণ  শুরু করেন।

১৯১৫ সালে সিন্ধু ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সন্মান, পদ্মশ্রী পান।সিন্ধুর জন্ম ১৯৯৫ সালের ৫ই জুলাই হায়দরাবাদে।




 










নীরজ চোপড়া


ভারতের হরিয়ানার ২৪ বছরের যুবক নীরজ চোপড়া (জন্ম 24 ডিসেম্বর 1997) একজন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ যিনি জ্যাভেলিন থ্রো ইভেন্টে প্রতিযোগিতা করেন। নীরজ ভারতীয় সেনাবাহিনীতে জুনিয়র কমিশনড অফিসার (জেসিও)। নীরজ ২০২০ টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জেতে এবং এটি  অলিম্পিকে ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট হয়ে স্বর্ণপদক জেতা।




২৭ বছরের মীরাবাই চানু ২০২১ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিক ২০২০তে ৪৯কেজি বিভাগে রৌপ্য পদক জেতেন । ২০২কেজি ওজন তুলে এই রৌপ্য পদক পান তিনি।
সাঁইখোম মীরাবাই চানু ৮ আগস্ট ১৯৯৪ সালে নংপোক কাকিং, ইম্ফল ইস্ট, মণিপুরে জন্মগ্রহণ করেন। দরিদ্র ঘরের সন্তান।
মীরাবাই  ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক ইভেন্টে ৪৮ কেজি শ্রেণিতে একজন নিয়মিত অংশ গ্রহনকারী প্রতিযোগী , গ্রীষ্মকালীন অলিম্পিক, বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপস এবং কমনওয়েলথ গেমসে বহু পদক জিতেছেন। ২০১৮ সালে, মণিপুরের সরকার চানুকে  মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংহ, ২০ লাখ টাকা পুরস্কার প্রদান করেন। সেই বছরেই চানুকে ভারত সরকার পদ্মশ্রী পুরস্কার দ্বারা সন্মানিত করে। 
২০১৪ কমনওয়েলথ গেমস, গ্লাসগোতে চানু ৪৮ কেজি ওজনের শ্রেণীতে রৌপ্য পদক জিতেছেন; তিনি গোল্ড কোস্ট অনুষ্ঠিত ২০১৮ কমনওয়েলথ গেমসে, গেমস রেকর্ড ভেঙ্গে স্বর্ণ পদক লাভ করেন। অলিম্পিকে রৌপ্যপদক জয় এখনও অবধি তাঁর সবচেয়ে বড় সাফল্য।


রবি কুমার দাহিয়া পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ভারতের হয়ে রৌপ্য পদক জেতেন। কে ডি যাদব, সুশীল কুমার, যোগেশ্বর দত্ত, এবং সাক্ষী মালিকের পর রবি কুমার পঞ্চম ভারতীয় কুস্তিগীর যিনি অলিম্পিক পডিয়ামে উঠলেন। রাশিয়ান অলিম্পিক কমিটির (আরওসি) জাভুর উগুয়েভের কাছে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে হেরে ভারতীয় কুস্তিগীর রবি কুমার দাহিয়া রৌপ্য পদক জিতেছেন। 

রবি কুমার ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন হরিয়ানার সোনিপাত জেলার নাহরি গ্রামে। দশ বছর বয়স থেকে, রবি কুমারকে উত্তর দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে সাতপাল সিং প্রশিক্ষণ দিয়েছিলেন।
রবি কুমার  ২০১৯  সালে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকপ্রাপ্ত এবং দুইবারের এশিয়ান চ্যাম্পিয়ন।  তার পিতা রাকেশ দাহিয়া, একজন ক্ষুদ্র কৃষক, তার গ্রাম থেকে এক দশকেরও বেশি সময় ধরে ছত্রসাল স্টেডিয়ামে প্রতিদিন প্রায় ৩৯ কিলোমিটার পথ পরিক্রমন করে, রবি কুমারের কুস্তির খাবারের অংশ  তাজা দুধ এবং ফল পৌঁছে দিতেন।






বজরং পুনিয়া একজন ভারতীয় ফ্রিস্টাইল কুস্তিগীর, যিনি  ৬৫ কেজি ওজন বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ  করেন। ২০২০ টোকিও অলিম্পিকে, পুনিয়া কাজাখস্তানের দৌলেট নিয়াজবেকভকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছে। পুনিয়া একমাত্র ভারতীয় কুস্তিগীর যিনি বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপে ৩টি  পদক জিতেছেন। বজরং পুনিয়া একমাত্র ভারতীয় কুস্তিগীর যিনি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৩টি পদক জিতেছেন। পুনিয়া ২৬শে ফেব্রুয়ারি ১৯৯৪ সালে ভারতের হরিয়ানা রাজ্যের ঝজ্জার জেলার খুদন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সাত বছর বয়সে কুস্তি শুরু করেন এবং তার বাবার দ্বারা খেলাধুলা করার জন্য উৎসাহিত হন। পুনিয়া গ্রামীণ এলাকায় বেড়ে উঠে। তার পরিবারের কাছে প্রচলিত খেলাধুলার জন্য টাকা ছিল না। পরিবর্তে, তাকে কুস্তি এবং কাবাডির মতো কম খরচের খেলাগুলিতে অংশ নিতে হয়েছিল। পুনিয়ার বাবাও একজন কুস্তিগীর ছিলেন এবং অল্প বয়সে তার পরিবার তাকে স্থানীয় মাটির কুস্তি স্কুলে ভর্তি করেছিল





আসামের গোলাঘাট জেলায় লভলিনা বোরগোহেন জন্ম ২রা অক্টোবর ১৯৯৭ সালে। লভলিনা একজন ভারতীয় অপেশাদার বক্সার এবং অলিম্পিক পদক বিজয়ী। লভলিনা ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে (টোকিও, জাপান) মহিলাদের ওয়েলটারওয়েট ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন। অলিম্পিকে পদক জেতায় তিনি তৃতীয় ভারতীয় বক্সার হন। লভলিনা ২০১৮সালে এআইবিএ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ সালে এআইবিএ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন। তিনি নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রথম ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টে স্বর্ণপদক এবং গুয়াহাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় ইন্ডিয়া ওপেন আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে রৌপ্য পদক জিতেছিলেন। বোরগোহেন হলেন প্রথম মহিলা ক্রীড়াবিদ এবং আসামের দ্বিতীয় বক্সার যিনি অলিম্পিকে রাজ্যের প্রতিনিধিত্ব করেন।  ২০২০ সালে তিনি অসাম থেকে অর্জুন পুরস্কার প্রাপ্ত ষষ্ঠ ব্যক্তিত্ব।




৪১ বছর পর হকিতে পদক ভারতের, জার্মানির বিরুদ্ধে পিছিয়ে থেকেও ঐতিহাসিক জয়। 
৪১ বছর পর অলিম্পিক থেকে পদক জিতল ভারত। জার্মানির বিরুদ্ধে পিছিয়ে থাকা ম্যাচ জিতে টোকিও গেমস থেকে ব্রোঞ্জ অর্জন করতে সক্ষম হলেন মনপ্রীত সিংরা। ইতিহাস ছুঁতে পেরে আবেগতাড়িত মনপ্রীত সিংরা।



Comments