Posts

Showing posts from August, 2021

আপনি কি টোকিও অলিম্পিক ২০২০ ভারতের মোট ৭ টি পদক পাওয়াতে রোমাঞ্চিত?

Image
১৩০কোটি লোকের ভারতের অলিম্পিকে ৭ টি পদক পাওয়া তে আপনি কি রোমাঞ্চিত?  পি ভি সিন্ধু পুরো নাম পুসারলা ভেঙ্কট  সিন্ধু ২০২০ টোকিও অলিম্পিকে একক ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক জয় করেন। সিন্ধুর জন্ম ১৯৯৫ সালের ৫ই জুলাই হায়দরাবাদে। সিন্ধুই ভারতের একমাত্র মহিলা খেলোয়াড় যিনি পরপর দুটি অলিম্পিকে পদক জয় করেন। সিন্ধু ২০১৩ সালে প্রথম ভারতীয় একক মহিলা খেলোয়াড় যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতেন। সিন্ধুর পিতা পেশাদার ভলিবল খেলোয়াড় ছিলেন, পি ভি সিন্ধু ২০০১ সালে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পুল্লেলা গোপীচাঁদের সাফল্যে অনুপ্রাণিত  হয়ে ভলিবলের পরিবর্তে ব্যাডমিন্টন বেছে নেন। পরে গোপীচাঁদের ব্যাডমিন্টন একাডেমীতে প্রশিক্ষণ  শুরু করেন। ১৯১৫ সালে সিন্ধু ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সন্মান, পদ্মশ্রী পান।সিন্ধুর জন্ম ১৯৯৫ সালের ৫ই জুলাই হায়দরাবাদে।   নীরজ চোপড়া ভারতের হরিয়ানার ২৪ বছরের যুবক নীরজ চোপড়া (জন্ম 24 ডিসেম্বর 1997) একজন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ যিনি জ্যাভেলিন থ্রো ইভেন্টে প্রতিযোগিতা করেন। নীরজ ভারতীয় সেনাবাহিনীতে জুনিয়র কমিশনড অফিসার (জেসিও)। নীরজ ২০২০ টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জেতে